দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক আহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ফাহিম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুই বখাটে যুবক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পৌর আধুনিক সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

আহত ফাহিমকে প্রথমকে জেলা সদর হাসপাতাল ও পরবর্তীতে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফাহিম পৌর শহরের মধ্যপাড়া মহল্লার আল নাছের মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফাহিম পৌর আধুনিক সুপার মার্কেটে তাদেরক দোকান আড়ং গার্মেন্টসে বসেছিলেন। এ সময় ক্রেতা সেজে পাভেল ও রবিন নামের দুই বখাটে যুবক দোকানে এসে ফাকিমের সঙ্গে বয়সে বড়-ছোট হওয়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাভেল ও রবিন তাদের কোমড় থেকে ধারালো ছুরি বের করে ফাহিমকে তার পিঠে ও হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে। পরে পার্শ্ববর্তী দোকানের লোকজন ফাহিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় হাত কেটে যাওয়া বখাটে পাভেল সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে পুলিশ তাকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় বখাটে পাভেলকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর