দেশজুড়ে

‘যোগ্যদের ভাতা পাওয়া নিশ্চিত করুন’

ভাতা পাওয়ার যোগ্য একজনও যেন কোনোভাবে বাদ না পড়েন সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ভূমিমন্ত্রী।

বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা, দুঃস্থ মহিলাদের ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, সুবর্ণ নাগরিকদের পরিচয়পত্র, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত দুস্থ, অসহায় ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামসুর রহমান শরীফ সরকারি ভাতা পাওয়ার যোগ্যদের তালিকা অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিশ্চিত করারও আহ্বান জানান।

তিনি বলেন, প্রত্যেক ইউনিয়নে ডিলার নিয়োগ করে দেশের ৫০ লাখ অতি দরিদ্র লোককে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কাজ চলছে। অতীতে এদেশে অনেক গভর্নর, সরকার প্রধানরা দেশ পরিচালনা করে গেছেন অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো এতো উদার ছিলেন না।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার মানুষের ঘর বাড়ি তৈরি করে গৃহহীনদের পুনর্বাসনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে উল্লেখ করে শামসুর রহমান শরীফ বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার রয়েছে ২০১৯ সালের মধ্যে ২ লাখ ৮০ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসন করার। আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার, গুচ্ছগ্রাম, ঘরে ফেরা কার্যক্রম, দুস্থ ভাতাসহ ১৪৫টি সামাজিক নিরাপত্তা বেষ্টনির কার্যক্রম থেকে প্রান্তিক জনগোষ্ঠী সুযোগ সুবিধা পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

পরে ভূমিমন্ত্রী ৩৩৬ জন বয়স্ক মানুষকে ৫০০ টাকা হারে ১৫ লাখ ১২ হাজার টাকা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ৫০ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা, অসচ্ছল প্রতিবন্ধী ৩৫৮ জনকে ১৯ লাখ ৩৩ হাজার ২২০ টাকা, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ৮৫ জনকে ৪ লাখ ২৫ হাজার টাকা, অসহায় ও দারিদ্যসীমার নিচে বসবাসকারী ২৫ জনকে ৭৫ হাজার টাকা বিতরণ করেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আ. মমিন, ঈশ্বরদী সমাজসেবা অফিসার আসাফউদ্দৌলা, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু প্রমুখ।

আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর