দেশজুড়ে

পটুয়াখালীতে ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালীতে ইয়াবাসহ রাশেদুল ইসলাম মিরন (২৭) নামে এক যুবককে আটক করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনএসবি চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিরন সবুজবাগ এলাকার ৬ নম্বর লেনের বাসিন্দা মো. রুহুল আমিন মৃধার ছেলে।

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিররকে ৫২পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর