জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে পাচারের সময় হুন্ডির ১২ লাখ টাকাসহ উজ্জল সরদার (৩৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকেলে দিকে তাকে আটক করা হয়। এ সময় ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
আটক উজ্জল সরদার উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মানের ছেলে।
জয়পুরহাট বিজিবি-২০ এর অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধূরী জানান, বিকেলে আটাপাড়া সীমান্তের ২৮৪/০৬ পিলার এলাকা দিয়ে হুন্ডির টাকা পাচারের সময় হুন্ডির টাকাসহ উজ্জলকে আটক করা হয়। এ সময় অন্য একজন একটি পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হিরোইন ফেলে পালিয়ে যায়। পরে আটক উজ্জলকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।
রাশেদুজ্জামান/আরএআর/পিআর