গণমাধ্যম

সমকাল পত্রিকার সার্কুলেশন প্রধান অমিত রাইহান আর নেই

দৈনিক সমকাল পত্রিকার ডিজিএম (সার্কুলেশন) অমিত রাইহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

অমিত রাইহানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে যান অমিত। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ অনুভব করায় বাসায় ফিরে যান তিনি। তবে বাসায় ফেরার পর ফের বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

জেএ/এনএফ/এমএস