বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকার অটবি ফার্নিচার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় মালিক পক্ষ। প্রত্যক্ষদর্শী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, মঙ্গলবার তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অটবি ফার্নিচার কারখানার সাড়ে আট’শ শ্রমিক কারখানায় প্রবেশ করে কর্ম বিরতি পালন শুরু করে। পরে মালিক পক্ষ আগামী বিশ তারিখে বেতন দেবে বলে জানালে শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে শ্রমিকরা লাঠিসোটা ও ইট পাটকেল নিক্ষেপ করে কারখানায় ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়। এদিকে সংঘর্ষের জের ধরে পরিস্থিতির অবনতি আশঙ্কা করে বুধবার সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে মালিক পক্ষ। সকালে শ্রমিকরা কারখানার সামনে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। এ ব্যাপারে জানতে চাইলে শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এসএস/এমএস