কিশোরগঞ্জের নিকলীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নূর জাহান (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার রাতে উপজেলার কারপাশা ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর জাহান দক্ষিণ হাটি গ্রামের হাশিম মিয়ার স্ত্রী।
নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার হাজেরা বেগম, তার ছেলে ইদ্রিস ও কামরুলসহ অন্যরা গৃহবধূ নূর জাহানকে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে নিকলী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিকলী থানা পুলিশ আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিকলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নূর মোহাম্মদ/এফএ/এমএস