দেশজুড়ে

পল্লীবিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে সমাবেশ

সাতক্ষীরার কালিগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কতিপয় দালাল ও পরিচালক অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও অর্থ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলা চৌরাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিএম মাহতাব উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ ওয়াহেদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, মহিলা যুবলীগের আহ্বায়ক ফতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহমেদ সাবপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কালিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কতিপয় পরিচালক, অসাধু কর্মকর্তা ও কর্মচারী বিভিন্নস্থানে বিদ্যুৎ দেয়ার নাম করে যারা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে। ঘন ঘন লোড শেডিং করে সরকারের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। বক্তারা, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

আকরামুল ইসলাম/এএম/পিআর