দেশজুড়ে

কমলনগরে নিবন্ধিত জেলেরা ভিজিএফ বঞ্চিত

লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা ধরা থেকে বিরত থাকা সকল নিবন্ধিত জেলের ভিজিএফর চাল বরাদ্দ দেয়ার দাবি উঠেছে।

এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন। রোববার দুপুরে উপজেলার মুজিবনগরের চর লরেন্স ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ কে এম নুরুল আমিন বলেন, কমলনগর উপজেলায় নিবন্ধিত জেলে ১৩ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ভিজিএফর চাল পাচ্ছেন ৭ হাজার ১৪২ জন জেলে। বাকি ৬ হাজার ২৫৬ জন জেলে বঞ্চিত। তারা দুঃসহ জীবন যাপন করছে। এ অবস্থায় নিবন্ধিত সব জেলেকে ভিজিএফ সহায়তার আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এদিকে চর লরেন্স ইউনিয়নের ৭০৮ নিবন্ধিত জেলের মধ্যে ৩২৩ জন চাল পেয়েছেন। বঞ্চিত জেলেরা সম্প্রতি চালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এতে ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

সংবাদ সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম দুলাল, আবদুল আলী, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি হেলাল উদ্দিন হিমেল ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাসেল উপস্থিত ছিলেন।

জানতে চাইলে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুছ জানান, উপজেলায় ১৩ হাজার ৩৯৮ জন নিবন্ধিত ছেলে থাকলেও ৭ হাজার ১৪২ জন জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ হয়। এ সহায়তা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মার্চ-এপ্রিল ২ মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেদের জন্য ৪০ কেজি করে ৪ বারে ভিজিএফ সহায়তা দেয়া হচ্ছে।

কাজল কায়েস/এএম/জেআইএম