বিনোদন

পরীমনিকে নিয়ে সাইমনের কত স্বপ্ন কত আশা

ঢাকাই চলচ্চিত্রে সময়ের হার্টথ্রুব পরীমনি। ব্যস্ততায়, জনপ্রিয়তায় সমসাময়িক সকল নায়িকাদের ছাড়িয়ে তিনি। ইন্ড্রষ্টির সেরা মেয়েটিকে নিয়ে অনেক স্বপ্ন আর আশার বীজ বুনতে চলেছেন প্রজন্মের জনপ্রিয় চিত্র নায়ক সাইমন সাদিক। গেল ৫ মে সন্ধ্যায় পরীমনির সাথে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই নায়ক। ছবির নাম ‘কত স্বপ্ন কত আশা’। এটি পরিচালনা করছেন ওয়াকিল আহমেদ।  এ ছবি প্রসঙ্গে সাইমন বলেন, ‘পরীমনির সঙ্গে এটা আমার চার নাম্বার ছবি হতে যাচ্ছে। তবে ওয়াকিল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এ ছবিটির গল্পটা প্রেমের। এ বছরের শেষদিকে এর কাজ শুরু হবে বলে আশা করছি।’ এদিকে পরীমনির সঙ্গে ‘রানা প্লাজা’ ও ‘পুড়ে যায় মন’ ছবি দুটির কাজ শেষ করেছেন সায়মন। আর ১১ মে থেকে সুরকার শওকাতের পরিচালনায় ‘নদীর বুকে চাঁদ’ ছবির কাজ শুরু করছেন। সিলেটের বিভিন্ন জায়গায় এ ছবির চিত্রায়ন শুরু হবে বলে জানান সাইমন। এ ছবিতেও তার সহশিল্পী থাকছে পরীমনি।এলএ