দেশজুড়ে

মৃত যুবককে দেখতে যাওয়ায় আদিবাসীকে হত্যা

দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় চৈলো হেম্ব্রম (৫৫) নামে এক আদিবাসী নিহত হয়েছে। তিনি উপজেলার নিজপাড়া ইউনিয়নের পূর্ব দাড়িয়াপুর আদিবাসী পাড়ার মৃত ঢেনা হেম্ব্রমের ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের মেয়ে শুকুর মনি হেম্ব্রম জানান, প্রতিবেশী বাবলু মুর্মুর ছেলে সদ্য এসএসসি পাস করা মাইকেল মুর্মু (১৭) রোববার ভোরে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। বিকেল ৩টায় সৎকারের পূর্বে মাইকেলের মরদেহ দেখতে তাদের বাসায় যায় আমার বাবা। আমার বাবা তাকে যাদু টোনা করে মেরে ফেলেছে এমন ধারণা করে মাইকেলে ভাই রজনী মুর্মু টিউবওলের হাতল এবং বিশু মুর্মু ধারালো চুরি দিয়ে কুপিয়ে আহত করে।

আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় স্থানীয় চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকারকে বিষয়টি জানাই। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ নেয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমীন ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন বীরগঞ্জ থানা পুলিশের এসআই মো. আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পর অভিযুক্তরা সকলেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এমদাদুল হক মিলন/এমএএস/জেআইএম