খেলাধুলা

বিগ ব্যাশে চুক্তিবদ্ধ সাঙ্গাকারা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা। আগামী মৌসুম থেকে হোবাট হারিকেনসের হয়ে খেলবেন তিনি।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া সাঙ্গাকারাকে বিগ ব্যাশের আগামী দুই মৌসুমে বেলেরিভ ওভালের দলটির হয়ে খেলতে দেখা যাবে।৩৭ বছর বয়সী সাঙ্গাকারা এক বিবৃতিতে বলেন, ‘শ্রীলঙ্কা দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের সব সময়ই হোবার্ট ছিল আমার পছন্দের। এখানকার মানুষ যেমন বন্ধু বৎসল, দৃশ্য নয়নাভিরাম। আমি এখানকার নয়নাভিরাম দৃশ্য অবলোকন করতে এবং আরো বেশি সময় কাটানোর অপেক্ষায় আছি।’একে/আরআইপি