মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার মেরিন ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। আহদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী রিফাত বেপারী জানান, মেরিন ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই। এ বিষয়ে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানসহ নেতাকর্মীরা অধ্যক্ষর সঙ্গে কথা বলতে গেলে মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিজানুর রহমানকে চড়-থাপ্পড় মারেন। অধ্যক্ষের সামনেই ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
টঙ্গীবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, মেরিন ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিল না। এ নিয়ে থানা ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।
ওসি বলেন, ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। ইউএনওসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস