দেশজুড়ে

রাঙামাটিতে ছাদিকুল হত্যার ঘটনায় গ্রেফতার ২

রাঙামাটির নানিয়ারচরে ভাড়ায় মোটরবাইক চালক ছাদিকুল হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করে।

গ্রেফতাররা হলেন- নানিয়ারচরের কৃঞ্চমাছড়া গ্রামের বাসিন্দা সাধক চন্দ্র চাকমার ছেলে চিরঞ্জিত চাকমা (৩৬) ওরফে ঠিক বাবু এবং শুক্র কুমার চাকমার ছেলে কৃঞ্চ বিকাশ চাকমা (২৯) ওরফে চোখ্যা।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১০ এপ্রিল স্থানীয় দুই যুবক ছাদিকুলকে নিয়ে তার মোটরবাইকে ভাড়া করে মহালছড়ি থেকে নানিয়ারচরের ঘিলাছড়ি যায়। এরপর নিখোঁজ হন ছাদিকুল। ১৪ এপ্রিল ঘিলাছড়ির রাঙেলপাড়া এলাকার একটি গর্তে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই মো. হাদিকুল ইসলাম বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে চিরঞ্জিত চাকমা ও কৃঞ্চ বিকাশ চাকমা পলাতক ছিল। সোমবার এলাকার লোকজন তাদেরকে আটক করে পুলিশে হস্তান্তর করে। চিরঞ্জিত চাকমা ও কৃঞ্চ বিকাশ চাকমা ছাদিকুল হত্যার মূল হোতা বলে জানান স্থানীয়রা।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ বলেন, গ্রেফতার দুইজনই ছাদিকুল হত্যায় জড়িত বলে সত্যতা পাওয়া গেছে। তাদের কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মঙ্গলবার আটককৃতদের আদালতে তোলা হবে। এ সময় তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/আরআইপি