দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন ঈশ্বরদীতে সকল আন্তঃনগর ট্রেনের আসন ও কোচ সংখ্যা বাড়ানো, স্টেশনের আধুনিকায়ন (রি-মডেলিং) এবং ঢাকা-কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাত্রী উঠা-নামার দাবি উঠেছে।বুধবার সকালে বাংলাদেশ সরকারের রেলওয়ের পরিদর্শক (জিআইবিআর) একে এম আক্তারুজ্জামান ঈশ্বরদীতে পরিদর্শনে এলে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এ দাবি জানান।জিআইবিআর ঈশ্বরদী জংশন স্টেশনে এসে পৌঁছালে রাজশাহী-গোয়ালন্দগামী মধুমতি আন্তঃনগর ট্রেন পরিদর্শন করেন। তিনি স্টেশনের যাত্রী বিশ্রামাগার, রেল লাইন, প্লাটফর্মের যাত্রীদের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন।পরিদর্শন শেষে সৌজন্য সাক্ষাতের সময় স্থানীয় সাংবাদিকরা যাত্রীদের সেবার মান বৃদ্ধিকরণ, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেনে যাত্রী উঠা নামার জন্য এলাকাবাসীর দাবির বিষয়টি উত্থাপন করেন।তিনি সমস্যা ও দাবিগুলো লিপিবদ্ধ করে জানান, সরকারের নীতি নির্ধারণী মহলে বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করবেন। এসময় উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আফজাল হোসেন, বিভাগীয় প্রকৌশলী-২ মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) এবিএম কামরুজ্জামানসহ সকল কর্মকর্তা।আলাউদ্দিন আহমেদ/এমএএস/আরআই