দেশজুড়ে

ঢাকা-রংপুর মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি বিশাল আকৃতির রেইন ট্রি গাছ পড়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় ওই গাছটি রাস্তায় উঁপড়ে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহেশপুর এলাকা থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এবং মহেশপুর থেকে পলাশবাড়ী উপজেলা শহর পর্যন্ত ২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা গিয়ে সড়ক থেকে গাছটি সরাতে কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৯টার দিকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জাগো নিউজকে বলেন, পলাশবাড়ী থানার পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক।

আরএআর/এমএস