ক্যাম্পাস

ডুয়েটে আইইই স্টুডেন্ট ব্রাঞ্চ উদ্বোধন

ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইইই) ডুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। সোমবার বিকেল ৪টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের  ৩১১ নং সেমিনার রুমে আইইইয়ের ডুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ আয়োজিত এক অনুষ্ঠানে ডুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।

উদ্ভাবন, পেশাগত দক্ষতা ও উৎর্কষতাকে আরও ত্বরান্বিত করা এবং বিশ্বের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের এক ছাতায় আনার লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়া ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের রিজিওন-১০-এর বাংলাদেশ শাখার অংশ হিসেবে ডুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্বোধন হয়।

ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের রিজিওন-১০-এর বাংলাদেশ শাখার চেয়ারম্যান ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং সাধারণ সম্পাদক চৌধুরী আকরাম হোসাইনসহ প্রমুখ।

এমইউ/জেডএ/বিএ