দেশজুড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে গিয়ে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমাবার রাত ৮টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া থানাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থালেই মারা যান মালয়েশিয়া প্রবাসী সাখাওয়াত হোসেন (২৭)।

এ ঘটায় আহত হন আরও ১০ জন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাখাওয়াত হোসেন পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। তবে বাসটি আটক করেছে পুলিশ।

নূর মোহাম্মদ/বিএ