দেশজুড়ে

বীরগঞ্জে আদিবাসী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী চৈলো হেম্ব্রম (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বিশু মুর্মুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নীলফামারী জেলার ডোমার উপজেলার তালতলা হাজিপাড়া এলাকা হতে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিশু মুর্মু উপজেলার নিজপাড়া ইউনিয়নের পুর্ব দাড়িয়াপুর আদিবাসী পাড়ার বাবুল মুর্মুর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী অফিসার বীরগঞ্জ থানার এসআই প্রভাত চন্দ্র সরকার, এসআই মো. মশিউর রহমান, এএসআই মো. আব্দুল জলিলসহ সঙ্গীয় ফোর্স ডোমার থানার সহযোগিতায় নীলফামারী জেলার ডোমার উপজেলার তালতলা হাজিপাড়া এলাকা থেকে বিশু মুর্মুকে গ্রেফতার করে।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ বিশু মুর্মু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, গ্রেফতার বিশু মুর্মুর সদ্য এসএসসি পাস করা ছোট ভাই মাইকেল মুর্মু (১৭) রোববার ভোরে অসুস্থ হয়ে মারা যায়। প্রতিবেশী মৃত ঢেনা হেম্ব্রমের ছেলে চৈলো হেম্ব্রম (৫৫)  বিকেল ৩টায় সৎকারের পূর্বে মাইকেলের মরদেহ দেখতে তাদের বাসায় যায়। এ সময় যাদু-টোনা করে মাইকেল মুর্মুকে মেরে ফেলেছে- এমন অভিযোগ এনে মাইকেলের ভাই বিশু মুর্মু ধারালো ছুরি দিয়ে কুপিয়ে এবং রজনী মুর্মু টিউবলেয়ের হাতল দিয়ে পিটিয়ে চৈলো হেম্ব্রমকে হত্যা করে। এ ব্যাপারে রাতেই নিহতের ছেলে রমেশ হেম্ব্রম বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস