দেশজুড়ে

শরীয়তপুরে দুদকের মামলায় প্রধান শিক্ষক কারাগারে

শরীয়তপুরে বিদ্যালয়ের জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামালকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় আনোয়ার কামালসহ ৫ জনের বিরুদ্ধে গত ২০১৪ সালের ৬ আগস্ট পালং মডেল থানায় মামলা করেন (দুদক)।

আনোয়ার কামাল নিয়মিত মামলার আসামি বলে মঙ্গলবার বেলা দেড়টার দিকে আংগারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান।

শরীয়তপুর আদালত সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ একর ৭১ শতাংশ জমির শ্রেণি পরিবর্তন করে জমির মূল্য ৪ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা স্থলে ১ কোটি ৫০ লাখ টাকা রেজিস্ট্রি করে অর্থাৎ ৩ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা কম মূল্য দেখিয়ে সরকারের আয়যোগ্য কর ৪১ লাখ ১৬ হাজার ৮২০ টাকার স্থলে ১৩ লাখ ৫০ হাজার ২৫০ টাকা পরিশোধ করে।

২৭ লাখ ৬৬ হাজার ৮২০ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করার অপরাধে ২০১৪ সালের ৬ আগস্ট পালং মডেল থানায় আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার কামাল, শরীয়তপুর সাব রেজিস্ট্রার মো. আবু তালেম মিয়া, স্বত্ত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও দলিল লেখক জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফজলুল বারী জানান, রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করার অপরাধ করেছেন আনোয়ার কামাল। এই অপরাধে আনোয়ার কামালসহ ৫ জনের বিরুদ্ধে পালং মডেল থানায় মামলা দায়ের করে দুদক। আনোয়ার নিয়মিত মামলার আসামি তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

ছগির হোসেন/এমএএস/এমএস