দেশজুড়ে

সিরাজগঞ্জে মাইক্রোবাসসহ ৬ ডাকাত আটক

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ ছয় ডাকাতকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- পাবনা জেলার সুজানগর উপজেলার ঝন্টু সেখ (৩৫), হামিদুর (২৬), একরাম (২৪), আলীম (৩০), রাজ্জাক (৩৩), মানিকগঞ্জ জেলা সদরের আল- মামুন (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় পাবনা থেকে সিরাজগজগামী তিন ছাত্রকে যাত্রী হিসেবে নিজেদের মাইক্রোবাসে তোলে ডাকাত দলের সদস্যরা। আতাইকুলা থানার চিনাখড়া এলাকায় পৌঁছে তাদের মারপিটের পর টাকা, মোবাইল ও জামা-কাপড় নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। আহত ছাত্ররা স্থানীয়দের সহায়তায় অপর একটি বাসযোগে রাত ২টার দিকে হাটিকুমরুল থানায় এসে বিষয়টি জানায়। তাৎক্ষণিক হাটিকুমরুল গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

ওসি আরও জানান, পাঁচজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির কথা স্বীকার করে ও পাবনা শহরে রাজ্জাক নামে তাদের আরও এক সহযোগী অবস্থান করছে বলে জানায়। বুধবার ভোরে সলঙ্গা থানা পুলিশ পাবনা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রাজ্জাজকে আটক করে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম