দেশজুড়ে

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল পৌরসভা এলাকার দেউলার পানি ভর্তি একটি খাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- টাঙ্গাইল পৌরসভা এলাকার দেউলার সানাউল্লাহর ছেলে মো. আমানুল্লাহ সৈকত (১১) ও একই এলাকার শাহিনুর মিয়ার ছেলে নাহিন আল নূর (১০)।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে দুই শিশু হারিয়েছে মর্মে টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করেন সানাউল্লাহ নামের এক ব্যক্তি। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভা এলাকার দেউলার একটি আবাদি জমির পাশের পানি ভর্তি একটি খাদে পানিতে ডুবে থাকা অবস্থায় নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস