বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়া মো. রাকিব (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা শহরের ক্যচিংঘাটা এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। সে বান্দরবান সদর হাপাতাল এলাকার বাসিন্দা আব্দুস শুক্কুর এর ছেলে । পুলিশ জানায়, রাকিব তার আত্মীয় স্বজনের সাথে বুধবার দুপুরে সাঙ্গু নদীতে ভ্রমণ করতে যায়। এক পর্যায়ে রাকিব নৌকা থেকে পরে নদীর গভীরে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।বান্দরবান সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অশোক কুমার হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে সাঙ্গু নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।সৈকত দাশ/এসএস/আরআইপি