জাতীয়

রোববার প্রথম অফিস করবেন আনিসুল

আগামী রোববার প্রথম অফিস করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনিসুল হক। সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রোববার সকাল ৯টায় আনিসুল হক অফিসে যাবেন। সে জন্য তার বসার রুম থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।জানা যায়, বুধবার শপথ নিয়ে ঢাকা উত্তরের অফিসে গিয়ে পরিপত্রে সই করে মেয়রের দায়িত্ব নেয়ার প্রক্রিয়া শেষ করেছেন আনিসুল হক। তখন তাকে অনানুষ্ঠানিকভাবে সংবর্ধনাও দেয়া হয়েছে। তবে রোববার মেয়র হিসেবে প্রথম আনুষ্ঠানিক অফিস করবেন তিনি।এদিকে, বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রথম দিন অফিস করেছেন। এদিন তিনি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে নগর ভবনে যান।এসএ/বিএ/আরআই