পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক ঘটনায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার গভীর রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রাম থেকে সাগরিকা (২৮) নামে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগরিকা চালিতাবুনিয়া গ্রামের শুকচাঁন সাচকির স্ত্রী।
অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার বকসির ঘটিচোরা গ্রাম থেকে জাহাঙ্গীর ফরাজী (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর ফরাজী ঘটিচোরা গ্রামের খালেক ফরাজীর ছেলে।
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
হাসান মামুন/আরএআর/পিআর