সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আইয়ুব আলী (৪৫) ও নারুয়া গ্রামের মৃত আহেদ আলীর ছেলে সাহের আলী ফকির (৪৩)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় জমিতে ধান কাটার কাটছিলেন তারা। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।বাদল ভৌমিক/এমএএস/আরআইপি