দেশজুড়ে

আদালতের নিষেধাজ্ঞা অমান্য : ছেঙ্গারচর পৌর মেয়রের বিরুদ্ধে জিডি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেবোত্তর সম্পত্তি ভরাট করার চেষ্টা করায় ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জসহ ৮ জনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ছেঙ্গারচরের কালাচাঁদ বিগ্রহ দেব মা কমিটির সাধারণ সম্পাদক সুকোমল বাড়ৈ এ জিডি করেন।

জিডিতে তিনি উল্লে­খ করেন, মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজার সংলগ্ন কালাচাঁদ বিগ্রহদেব মন্দিরের নামে ৭০৪ নং খতিয়ানভুক্ত ৩৭ দাগে ১.৪৬ একর ভূমির পুকুর নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের কোনো প্রকার অনুমতি ছাড়া মেয়র রফিকুল আলমসহ অন্যরা ওই পুকুরটি ভরাট করার জন্য ড্রেজার স্থাপন ও মন্দির কমিটির দায়িত্বশীলদের হুমকি ধমকি দিচ্ছে।

আদালত উক্ত সম্পত্তিতে গত ৩ মে এক আদেশে উভয়পক্ষকে ৩০ মে পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে পৌর মেয়র রফিকুল আলম জর্জসহ অন্যারা পূর্বের ন্যায় মাটি কাটার কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে।

সুকমল বাড়ৈ জানান, আদালতের নিষেধাঙ্গা অমান্য করে অবৈধভাবে জোর করে ভরাট করতে গেলে বাধ্য হয়ে গত ১৬ মে মতলব উত্তর থানার ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল আলম জর্জসহ আরো ৭ জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং ৫৭৯ তারিখ ১৬/০৫/২০১৭।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জাগো নিউজকে বলেন, বিষয়টি সত্য। জায়গা কার সেটা আদালত সিদ্ধান্ত দেবেন। আদালত যেভাবে নির্দেশ দেবে পুলিশ সেভাবেই কাজ করবে।

এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল আলম জর্জের ব্যক্তিগত মোবাইলে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। সংযোগটি বন্ধ থাকায় কথা বলা যায়নি।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর