দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ১৩ শিবিরকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের হুজরাপুর ও চাঁন্দলাই এলাকা থেকে ১৩ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।  এ সময় ৮শ গ্রাম গান পাউডার ও সংগঠনটির ১২২টি বই উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ী চাঁদপুর গ্রামের এনামুল হকের ছেলে আল-আমিন (২৭), চরপাঁকা গ্রামের আবদুল বাসিরের ছেলে কবির হোসেন (২৪),চককির্ত্তি ইউনিয়নের চাতরা গ্রামের মোক্তার আলীর ছেলে শফিকুল ইসলাম (২০) শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর গ্রামের আকবর আলীর ছেলে হারুনÑরশিদ (১৯), সেলিমাবাদ খান পাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে আবদুল আজিজ (২২), জালমাছমারী গ্রামের আইনুল হকের ছেলে হেলাল উদ্দীন (২২), চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর বড় ইন্দারা মোড়ের মৃত আবদুল ওদুদের ছেলে নূরে আলম (২৮), ভোলাহাট উপজেলার চর ধরমপুর মুন্সিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২২), গোহালবাড়ী গ্রামের শাহজাহান আলীর ছেলে আসাদুল্লাহ নিহাত (২৪), গোমস্তাপুর উপজেলার বেনুচক গ্রামের আবদুল খালেকের ছেলে খাদেমুল ইসলাম (১৯), মকরমপুর ঘাট এলাকার নুরুল আজমের ছেলে আবদুর রাকিব (২২),শ্যামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মানতাকিম (২২) ও চিড়াভাঙ্গা গ্রামের নেশ মোহাম্মদের ছেলে নাজমুল হোদা (২৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবের আহম্মেদ চৌধুরী শুক্রবার দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার চাদলাই গ্রামের একটি বাড়ি থেকে আটজন ও হুজরাপুরের পাওয়ার হাউস মেস থেকে পাঁচজনকে আটক করা হয়।

এর মধ্যে চাদলাইয়ের সাদিকুর রহমানের বাড়ি থেকে ৫শ গ্রাম ও পাওয়ার হাউস মেস থেকে ৩শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মোহাঃ আব্দুল্লাহ/আরএআর/এমএস