পিরোজপুরে নিখোঁজের ১৫ দিন পর নদী থেকে রোজিনা আক্তার মায়া (২৮) নামে এক গৃহবধূর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার নলবুনিয়া গ্রামের কচা নদী থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
মায়া নিখোঁজের পর তার স্বামী ইলিয়াচ বেপারীকে (৩২) আটক করে পুলিশ।
নিহত মায়ার মা ঝালকাঠির শেখেরহাটের পিয়ারা বেগম জানান, ৭ বছর আগে তার মেয়ের সঙ্গে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের সালাম বেপারীর ছেলে ইলিয়াচের বিয়ে হয়। ইলিয়াচ-মায়া দম্পতির তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে এক সন্তানের বয়স দুই মাস।
তিনি আরও জানান, ইলিয়াচ বিভিন্ন সময় শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য মায়াকে চাপ দিত এবং মারধর করতো। চলতি মাসের ৪ তারিখ রাতে ঝগড়া করার পর ইলিয়াচ ও মায়া ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর ইলিয়াচ ফিরে আসলেও, মায়া আর ফিরে আসেনি। এ ঘটনায় পরের দিন মায়ার ভাই আকাশ নেছারাবাদ উপজেলায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে এবং পুলিশ সন্দেহজনকভাবে ইলিয়াচকে আটক করে।
স্থানীয়রা জানান, শুক্রবার তারা কঙ্কালটি পিরোজপুর সদর উপজেলার নলবুনিয়া গ্রামের কচা নদীর তীরে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করলে মায়ার মা কঙ্কালটি মায়ার বলে শনাক্ত করেন।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ কঙ্কালটি উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
হাসান মামুন/আরএআর/এমএস