পটুয়াখালী শহরের চকবাজার এলাকা থেকে চারশ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল শহরের চকবাজার এলাকার আদম আলী সিকদারের ছেলে।
পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি শহরে ইয়াবার পাইকারী ব্যবসায়ী হিসেবে পরিচিত। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/এমএস