প্রবাস

জঙ্গিবাদ বিরোধী সফরে মালয়েশিয়ায় মাও. ফরিদ উদ্দিন মাসঊদ

জঙ্গিবাদ বিরোধী সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদ। দেশটিতে একটি আন্তর্জাতিক সম্মেলন ছাড়াও হাদিসে মুসালসালাতের একটি ক্লাস নেবেন তিনি।

গত ১৮ মে (বৃহস্পতিবার) কুয়ালালামপুরে পৌঁছান তিনি। পরদিন শুক্রবার (১৯ মে) মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম দেখতে যান। এ সময় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, আপনারাই হচ্ছেন দেশ গড়ার কারিগর। মালয়েশিয়াতে আপনারা যারা অবস্থান করছেন দেশটির আইন-কানুন মেনে চলার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, বিদেশে যত ভালো কাজ করবেন দেশের জন্য তত মঙ্গল বয়ে আনবে। বিদেশিরাও আমাদের দেশ তথা আপনাদের মূল্যায়ন করবে। দূতাবাস আপনাদের সেবা দিতে কর্মকর্তারা চেষ্টা করছেন।

বক্তব্য শেষে মাও. ফরিদ উদ্দিন মাসউদ দেশ ও প্রবাসীদের কল্যাণে মোনাজাত করেন। এ সময় হাই কমিশনার মুহম্মদ শহিদুল ইসলাম, ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির, কাউন্সেলর শ্রম মো. সায়েদুল ইসলাম, মিনিস্টার পলিটিক্যাল রাইছ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এমএসকে শাহীন, কমার্সিয়াল উইং ধন্নজয় কুমার দাস, শ্রম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট/ভিসা) মো. মশিউর রহমান তালুকদারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীরা মোনাজাতে অংশ নেন।

মাও. ফরিদ উদ্দিন মাসউদের সফরসঙ্গী মাওলানা সদরুদ্দীন মাকনুন জাগো নিউজকে জানান, কেবল মালয়েশিয়ায়ই নয় সিঙ্গাপুরেও জঙ্গিবিরোধী প্রোগ্রাম (অনুষ্ঠান) রয়েছে। সেগুলোতেও পর্যায়ক্রমে অংশ নেবেন তারা।

উল্লেখ্য, জঙ্গিবাদ বিরোধী সফরের অংশ হিসেবে শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সমগ্র বিশ্ব সফর করছেন। সম্প্রতি জাপান, আমেরিকা সফর শেষ করেছেন।

আরএস/আরআইপি