দেশজুড়ে

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে বিলের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকালে উপজেলার আশুড়ার বিলে ডুবে শিশুটি মারা যায়।

নিহত জান্নাতুল ফেরদৌস উপজেলার হরিপুর আদর্শ গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে।

৩ নং গোলাপগঞ্জ  ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল কবির জানান, সকালে বাড়ির পাশে আশুড়ার বিলে খেলাধুলা করার সময় বিলের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদিন শিশুটির দাফন কাজ সম্পন্ন করতে পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস