খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জনউদ্যোগ’ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি আমাতুন নুর ছড়া, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ও সাংগঠনিক সম্পাদক অঞ্জলী রানী দেবী, অ্যাডভোকেট জিএস আলমগীর, মোহাম্মদ আলী, দলিত নেতা রাজেশ বাশফোর প্রমুখ।
বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা বাজারে আম, জামসহ বিভিন্ন ফলমূলে ফরমালিন মেশাচ্ছে, ভোজ্য তেল, গুড়া মসলা, গুড়া হলুদে ভেজাল মেশাচ্ছে, শাকসবজিতে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মানুষকে খেতে বাধ্য করছে। যার কারণে মানুষের গ্যাস্ট্রিক, আলসার, পাকস্থলি ও অন্ত্রনালী প্রদাহ, ক্ষুধামন্দা, লিভারসিরোসিস, কিডনি, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসারসহ নানা রকম জটিল রোগ সৃষ্টি হচ্ছে।
বক্তরা আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী প্রতি বছর রমজান মাসের আগে খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে। নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। এছাড়াও তারা খাদ্য দ্রব্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশ্রণকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
আরএআর/জেআইএম