দেশজুড়ে

রড দিয়ে পেটানো আহত যুবকের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় লোহার রড দিয়ে পেটানোর ঘটনায় গুরুতর আহত মো. রাসেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। নিহত রাসেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের মো. আবু জাফর গাজীর ছেলে।

রাসেলের সঙ্গে বাউফল উপজেলার রামনগর গ্রামের মৃত মো. কাওছার মুন্সির মেয়ে লাবণী আক্তারের (২৬) বিয়ে হয়। তাদের আফিফা নামের ১ বছর ৪ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বাউফল থানা পুলিশ সূত্রে জানা যায়, রাসেল গত বুধবার শ্বশুরবাড়িতে আসেন। তার শ্বশুরের পরিবারের সঙ্গে একই বাড়ির চাচাশ্বশুর আনছারুল হক মুন্সির জমি নিয়ে বিরোধ চলছিল। এক ভাই ও এক বোনের মধ্যে রাসেলের স্ত্রী বড় হওয়ায় শ্বশুর পরিবারের পক্ষে অবস্থান নেন তিনি। এতে ক্ষুব্ধ হয় চাচাশ্বশুরের পক্ষ।

গতকাল সকালে টিউবওয়েলে গোসল করতে যান রাসেল। এ সময় তার স্ত্রীর চাচাতো ভাই ফজলে রাব্বি তুফানের নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল লোহার রড দিয়ে রাসেলকে মারধর করে। এতে রাসেলের দুই পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, প্রতিপক্ষের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়েছে। শনিবার বিকেল পর্যন্ত কেউ এ ঘটনায় মামলা করেনি।

এএম/জেআইএম