দেশজুড়ে

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার জগৎরায় গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুন ওই গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা বিক্রির ব্যবসা করে আসছিলেন। সেই সূত্রে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন তার বাড়িতে লোকজন আসতো। শুক্রবার হারুনের বাড়িতে আসা এক ব্যক্তি ওই শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে রাতে ওই শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে শনিবার দুপুরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ জগৎরায় গোপালপুর গ্রাম থেকে হারুনকে গ্রেফতার করে।

সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. তাহেরা আক্তার মনি বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে। পরবর্তীতে আবারও পরীক্ষা করা হবে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিরুল হক জাগো নিউজকে বলেন, প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, শিশুটিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হারুনের বিরুদ্ধে মামলা হয়েছে।আরএআর/জেআইএম