দেশজুড়ে

মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সুফিয়া বেগম বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাগদহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেগম বেগম উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো গ্রামের কুজরত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে সুফিয়া বেগম ও তার দুই ছেলে কাজ শেষ বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুফিয়া নিহত হন ও তার ছেলে আহত হন।

এ বিষয়ে নাগরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও  দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস