দেশজুড়ে

রাজবাড়ীতে আন্তঃনগর লাইনচ্যুত, তিন রুটে চলাচল বন্ধ

রাজবাড়ী রেলস্টেশনের অদূরে ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদাহ ও খুলনা এই তিনটি রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে এখনো ওই রুটে ট্রেল চলাচল স্বাভাবিক হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে ‘কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন’। ওই ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের কাছাকাছি ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় আসলে একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়।

এতে রাজবাড়ীর সঙ্গে তিনটি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি লাইনে তুলতে কাজ শুরু করা হয়েছে। তবে কখন এই রুটগুলো সচল করা সম্ভব হবে তা তিনি জানাতে পারেননি।

রুবেলুর রহমান/এএম/জেআইএম