ফেনীর পরশুরামের বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ১৪ বাংলাদেশি নারী-শিশু ও পুরুষকে শনিবার বিকেলে ফেরত (পুশব্যাক) পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দীর্ঘদিন ভারতে কারাভোগের পর শনিবার বিকেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় বিজিবির মজুমদার হাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অলিউর রহমান ও ভারতের বিলোনিয়া পুলিশের হেড কনস্টেবল স্বদেশ মজুমদারসহ উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত উপস্থিত ছিলেন।
বিলোনিয়া চেকপোস্টের ইনচার্জ এসআই মোহাম্মদ সোহেল মিয়া জানান, ২০১৬ সালের ২২ নভেম্বর বাংলাদেশের ১৪ নাগরিক ভারতে যান। সেখানে উত্তর প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় তারা আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ নাম ঠিকানা চাইলে তারা কিছু জানাতে পারেননি। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন কারাভোগের পর শনিবার বিকেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকরা হলেন কালা মিয়া (৩৪), মো. মোস্তাকিম মিয়া (১৯), মো. মিনাল হোসেন (৪০), আক্তার মিয়া (৬০), মো. রুক্কু মিয়া (৩৫), আবু বক্কর ছিদ্দিক (২৩), আলাল মিয়া (২৩), সুরুজ মিয়া (১৯), কামরুল ইসলাম (৩০), হাফেজ মিয়া (৩৮), আছমা বেগম (২৮), নজরুল ইসলাম (২০), সুবল মিয়া (০৩) ও শাহীনা আক্তার (০৫)। তাদের বাড়ি বাহ্মণবাড়িয়া ও বরিশাল জেলায় বলে পুলিশ জানিয়েছে।
জহিরুল হক মিলু/এএম/জেআইএম