দেশজুড়ে

সাতক্ষীরায় পুলিশ কর্মকর্তার স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ

সাতক্ষীরায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রীর শরীরে অ্যাসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বিকেল ৫টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিডে শারমিন সুলতানা রিমা (২৪) নামে ওই নারীর মুখ,বুক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তিনি ঝালকাঠির  রাজাপুর থানায় কর্মরত এসআই  টিপু সুলতানের স্ত্রী এবং পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকার রফিকুল ইসলাম জুলুর মেয়ে।

রিমার বাবা রফিকুল ইসলাম জুলু জানান, স্বামী চাকরির সুবাদে দূরে থাকায় গত কয়েকমাস ধরে রিমা দুই সন্তানকে নিয়ে তার বাড়িতে থাকছেন। শনিবার দুপুরে খাবার খেয়ে রিমা এক ঘরে ও অন্য ঘরে তার মা ঘুমিয়ে ছিলেন।

বিকেল ৫টার দিকে ঘরের মধ্যে ঢুকেই কয়েক দুর্বৃত্ত রিমার শরীরে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। এতে তার মুখ,বুক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। দ্রুত রিমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই রিমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন  ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা।

রফিকুল ইসলাম আরও জানান, রিমাকে ঢামেকে নেয়া হচ্ছে এবং তার স্বামী ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি।

এসআর