বিয়ের আসরে বরপক্ষ যৌতুক দাবি করায় কনের আপত্তিতে বিয়ে ভেঙে গেলেও সেই রাতেই তার বিয়ে হয়েছে অন্য এক যুবকের সঙ্গে। তবে যৌতুকলোভী বর ও তার লোকজন গনপিটুনির শিকার হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রাম থেকে আগের কথামত মৃত আমিন উদ্দিনের ছেলে লিচু ব্যবসায়ী আব্দুল্লাহ সরদার (২২) একই উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া গ্রামের আক্কাছ মণ্ডলের মেয়ে রজনী আক্তারকে (১৯) বিয়ে করতে আসেন। কোন যৌতুক লেনদেন হবে না বলে কথা থাকলেও ঠিক বিয়ে বাড়িতে এসে বর বেঁকে বসেন। তিনি নগদ ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করে বসেন। কথাটি কনের কানে গেলে তিনি যৌতুকের তীব্র বিরোধিতা করে ওই ছেলেকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেন। বিয়ের দাওয়াত খেতে আসা অনেকে এ সময় কনে রজনী আক্তারের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং ক্ষিপ্ত কিছু যুবক বর আব্দুল্লাহ ও তার সহযোগীদের উপর চড়াও হয়ে মারপিট করে তাড়িয়ে দেন। এদিকে গ্রামের এক যুবক সালাউদ্দিন মালিথার উদ্যোগে ওই রাতেই মুলাডুলির রহিমপুর গ্রামের খতিব আলীর ছেলে কাঠমিস্ত্রী আবু হানিফের (২৩) সঙ্গে বিনা যৌতুকে রজনী আক্তারের বিয়ে সম্পন্ন হয়। উপস্থিত গ্রামবাসী এ সময় আনন্দ প্রকাশ করেন। আলাউদ্দিন আহমেদ/এমজেড/এমএস