দেশজুড়ে

একই কেন্দ্রে পরীক্ষা ও ভোট!

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচন ২৩ মে। ক্ষেতলাল উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মেয়র পদে লড়ছেন ৩ জন। সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১১ জন।

মোট ভোটার ১৫ হাজার ১৫০ জন। ভোটাররা পৌর এলাকার ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এদের মধ্যেই একটি কেন্দ্র সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ। উক্ত কলেজ কেন্দ্রে ৯ মে থেকে ডিগ্রি প্রথম বর্ষের ১৬০ জন শিক্ষার্থীও পরীক্ষা দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় ২৩ মে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রয়েছে তাদের। একই দিনে কলেজটিতে পৌর ভোটও অনুষ্ঠিত হবে। এতে করে পরীক্ষার্থীরা উৎকণ্ঠায় আছেন।

যদিও উপজেলা প্রশাসন পরীক্ষার দিনগুলোতে কলেজ থেকে ২০০ গজ দূরত্বের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে এবং ভোটের দিন ১৪৪ ধারা জারিসহ ওই কেন্দ্রে আরও সতর্কাবস্থায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

নাম প্রকাশে অনেচ্ছুক অনেক অভিভাবক ও পরিক্ষার্থী জানিয়েছেন, ভোটের দিন পরীক্ষা হওয়াতে আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি, কখন কী হয়।

ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, ২৩ মে তারিখে কলেজে ডিগ্রি প্রথম বর্ষের ১৬০ জন শিক্ষার্থীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে। পরীক্ষার জন্য উপজেলা প্রশাসন থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরত্বের মধ্যে ১৪৪ ধারা জারি করা আছে। সেটি ভোটের দিনও কার্যকর থাকবে। প্রশাসন থেকে উক্ত দিনে কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এবং বিষয়টি পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি আরও জানান।

ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন জানান, পরীক্ষা ও ভোট একইদিনে ওই কেন্দ্রে হলে কোনো সমস্যা হবে না, পরীক্ষার জন্য উক্ত কেন্দ্রের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি আছে।

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ দেয়া হবে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ভোটের কারণে পরীক্ষার কোনো সমস্যা হবে না। বিষয়টি প্রশাসনের নজরে আছে।

রাশেদুজ্জামান/এফএএমএস