সুনামগঞ্জের তাহিরপুরে ট্রলিচাপায় প্রাণ গেল ১২ বছরের শিশু ফজর আলীর। রোববার সকাল ১০টার দিকে সীমান্ত ঘেঁষা জঙ্গলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক ট্রলিসহ চালককে আটক করেছে উত্তেজিত স্থানীয় জনতা। নিহত ফজর আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জঙ্গলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ফজর আলী জঙ্গলবাড়ি গ্রামের কাচা রাস্তায় খেলাধুলা করছিল। অন্যদিকে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বালুবাহী ট্রলিটি গন্তব্যে যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রাজু আহমেদ রমজান/এফএ/এমএস