তুচ্ছ ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরে ভগ্নিপতি মাওলানা আব্দুল আজিজকে (৪৫) ধারালো দা দিয়ে গলা কেটে করে হত্যা করেছেন এক যুবক। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের পুর্ব দুরমুজখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক নুর আলমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আব্দুল আজিজ পূর্ব দুরমুজখালী গ্রামের মৃত আব্দুল্লাহ শেখের ছেলে। ঘাতক নুর আলম একই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক জানান, শ্যালক নুর আলম ও ভগ্নিপতি মাওলানা আব্দুল আজিজের বাড়ি পাশাপাশি। আব্দুল আজিজ সকাল সাড়ে ১০টার দিকে নুর আলমের বাড়িতে গেলে সে উত্তেজিত হয়ে পড়ে। এ সময় দা দিয়ে আব্দুল আজিজকে গলা কেটে হত্যা করে নুর আলম। হত্যাকাণ্ডের পর পাশের চিংড়ি ঘেরের বাসা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। নুর আলম উচ্ছৃঙ্খল হওয়ায় তার মা বোন ও ভগ্নিপতিকে জমি-জমা দেখভালের দায়িত্ব দিয়েছিল। এ ঘটনায় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে নুর আলম।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জাগো নিউজকে জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত মাওলানা আব্দুল আজিজ কৈখালী ইউনিয়নের কাঠামারী মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম