এইচএসসিতে ভর্তি রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন করেছে সোনাখুলি হাজি জহরতুল্লাহ দ্বিমুখী উচ্চবিদ্যাললের শিক্ষার্থীরা।
ডিমলা সদরের জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের সামনে রংপুর ডিমলার প্রধান রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে শতাধিক এইচএসসিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী।
সোনাখুলি হাজি জহরতুল্লাহ দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এবারে এসএসসি পাস করে বিজ্ঞান বিভাগে ৪৭ ও মানবিক বিভাগে ৭৪ জনসহ ১২১ জন পরীক্ষার্থী।
ওই স্কুল থেকে পাস করা বায়েজিদ বোস্তামি অভিযোগ করে বলেন, অন্তত শতাধিক শিক্ষার্থীকে এইচএসসিতে ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়েছে। অথচ আমরা কিছুই জানি না।
শিক্ষার্থীদের অভিযোগ রেজিস্ট্রেশনে মাত্র ১টি কলেজ ‘শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ’ পছন্দের তালিকায় রাখা হয়েছে অথচ আমরা কিছুই জানি না। আমরা ওই কলেজে ভর্তি হব না।
বিষয়টি নিয়ে স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো উত্তর দিতে পারছেন না। অনলাইনে রেজিস্ট্রেশন বাতিলের জন্য আমরা দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যারসহ প্রশাসনিক বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছি বলেও দাবি করেন এই শিক্ষার্থী।
আরেক শিক্ষার্থী অপু রায় বলেন, আমরা ধারণা করছি আমাদের স্কুল এবং শহীদ জিয়াউর রহমান কলেজ কর্তৃপক্ষের যোগসাজশে আমাদের বন্দি করে রাখতে চাইছে। আমরা অনলাইন রেজিস্ট্রেশন মানি না।
সোনাখুলি হাজি জহরতুল্লাহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুয়ীদ সজল বলেন, তারা আমার প্রতিষ্ঠান থেকে পাস করে বেরিয়ে গেছে। এখন নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অনলাইনে কে বা কারা ঘটনাটি করেছে সেটি আমার জানা নেই। তবে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন পরিবর্তন করার সুযোগ রয়েছে।
এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগযোগ করা হলেও না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেন বলেন, যারা এটি করেছেন তারা ঠিক করেনি। এটি ঘৃণিত কাজ। বোর্ডে অভিযোগ করলে পরিবর্তন করার সুযোগ থাকবে।
জাহেদুল ইসলাম/এএম/জেআইএম