দেশজুড়ে

সাংবাদিককে মারধর করা চেয়ারম্যানের গ্রেফতার দাবিতে স্মারকলিপি

সাংবাদিককে মারধর করা ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সিকদারকে গ্রেফতার ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবিতে গাইবান্ধায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্যরা। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকার বনানীর রেইনট্রি হোটেলের মালিক সাংসদ বিএইচ হারুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে লাইক দেন কাঁঠালিয়ার সাংবাদিক বাদল।

এরই প্রেক্ষিতে বিএইচ হারুনের নির্দেশে কাঁঠালিয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সিকদারের পালিত সন্ত্রাসীরা গত ১৬ মে সাংবাদিক বাদলকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে।

এ ঘটনার দুইদিন পর ওই সন্ত্রাসীরা কাঁঠালিয়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কার্যালয়ে  তালা ঝুলিয়ে দেয় তারা।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আব্দুল হান্নান আকন্দ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব জাভেদ হোসেন প্রমুখ।

এএম/আরআইপি