দিনাজপুরের বিরামপুরে রোববার গভীর রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী খুদিরের বাড়িতে অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে কাউন্সিলর তার স্ত্রীসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে।
এ সময়, দুর্বৃত্তরা তার টিনসেট বাড়িটি ভাঙচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত কাউন্সিলরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় কাউন্সিলর ইউসুফ আলী খুদির ও তার স্ত্রী মনিরা বেগমকে (৩৫) কুপিয়ে এবং ছেলে সবুজ (১৭), শান্ত (১৫), প্রতিবেশী আ. রহমান ও সখিনাকে (৪৫) পিটিয়ে আহত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, কাউন্সিলর ইউসুফ আলী খুদির কিছুদিন আগে মির্জাপুর মৌজায় ঢেউটিন দিয়ে তৈরি বাড়িটিতে বসবাস করে আসছিলেন।
রোববার ভোরে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ মুখোশধারী দল ওই বাড়িতে হামলা করে। এ সময় বাড়ির টিনের বেড়া দুর্বৃত্তরা কেটে ফেলে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
আহত কাউন্সিলরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ আছেন। অন্যান্য আহতরা বিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম হাফিজুর রহমান ও থানা পুলিশের ওসি মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল ও কাউন্সিলরবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে এ হামলার নিন্দা জানিয়েছেন।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি