জাতীয়

৮ মে : এক নজরে সারাদিনের খবর

সাহসিনী তিন কন্যার জয়যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। এখনও এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয় নি। তবে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বাংলা কমিউনিটিতে নির্বাচনের ফল নিয়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস। কেননা চূড়ান্ত ফলের আগেই জিতে গেছে বাংলাদেশ। জয় হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তিন সাহসী কন্যার।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনবিশ্বকবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টা ২০মিনিটে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত : রাষ্ট্রদূতসহ নিহত ৬পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতসহ ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার নালতার উপত্যকার বালতিস্তানে এ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।ক্যামেরনই থাকলেন ব্রিটেনের ক্ষমতায়সব হিসাব-নিকাশ উল্টে সবাইকে চমক দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও পাঁচ বছর যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় থাকছেন ডানপন্থী কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন।সরাইলে আসামি ছিনতাই : ৫ পুলিশ আহতব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের উপর হামলা চালিয়ে ৫ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব ইউনূস সেন্টারেরপদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন ড. ইউনূস সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইউনূস সেন্টার। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ জবাব দেওয়া হয়।টাইগারদের কাঁধে রানের পাহাড়, দিনশেষে ৬৩/১মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৫০ রানের টার্গেট দেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান। দলীয় ৪৮ রানে পাকি বোলার ইয়াসির শাহ বলে বোল্ট হয়ে ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস।বিভাগীয় শহরগুলোতে ট্রাইবুন্যাল হচ্ছে : কামরুলপেট্রলবোমা মেরে মানুষ হত্যাকারীদের বিচার করতে প্রতিটি বিভাগীয় শহরে ট্রাইবুন্যাল হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোসরকারি চাকরিজীবীদের জন্য সম্ভাব্য সর্বনিম্ন বেতন ৮ হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) রেখে পর্যালোচনা প্রতিবেদনের খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে।আবারো ভূমিকম্পে কেঁপে উঠল বিপর্যস্ত নেপালআবারো দু’বার কেঁপে উঠল ভূমিকম্পে বিপর্যস্ত নেপাল। এদিকে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৮৫।সালমান খানের কারাদণ্ডাদেশ স্থগিতগাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খানের কারাদণ্ডাদেশ স্থগিত করেছে মুম্বাই হাইকোর্ট।একে/এমএস