দেশজুড়ে

বিদ্যুতের খুঁটিতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ

কুমিল্লায় বিদ্যুতের খুঁটি থেকে শাহাদাৎ হোসেন রাহাত (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল পৌনে ৩টার দিকে জেলার লাকসাম রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ে শ্রমিক লীগের অফিসের পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। রাহাত একই উপজেলার শ্রীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, দুপুরের দিকে স্থানীয়রা একটি বিদ্যুতের খুঁটিতে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় ওই বিদ্যুতের লাইনে বিদ্যুৎ সচল ছিল। পুলিশ ঘটনাস্থলে স্থানীয় ফায়ার সার্ভিস ও পিডিবির সদস্যদের সহায়তায় বিকেল পৌনে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে।

সন্ধ্যায় লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ মুঠো ফোনে জানান, মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে ওই স্কুলছাত্রের পরিবার থানায় এসে মরদেহ শনাক্ত করেছে। কিন্তু কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ওই ছাত্রের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় বিনা ময়নাতদন্তে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম