দেশজুড়ে

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। শুক্রবার রাত ৩টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নুর হোসেন (৪৮)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বাদশা শেখের ছেলে। গুরুতর আহত অবস্থা ১৩জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রাম আসার পথে ভাই-বোন স্পেশাল নাইট কোচ শনিবার রাত ৩টার দিকে  শহরের ত্রিমোহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় ঘটনাস্থলেই দিনমজুর নুর হোসেন নিহত হন। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শিদুল করিম মুহা. এশতেশাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোচটি প্রায় শতাধিক যাত্রী নিয়ে কুড়িগ্রাম আসছিলো। দুর্ঘটনার সংবাদ পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। নাজমুল হোসেন/এসএস/এমএস