দেশজুড়ে

বান্দরবানে মস্তকবিহীন লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে একটি মাথাবিহীন লাশ উদ্ধার করেছে বিজিবি-পুলিশ। শুক্রবার রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা পাইনছড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয় ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ৫২ নং পিলারের পানইছড়ির অদূরে চারদিন ধরে পাহাড়ি ঝিড়িতে একটি লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথ অভিযানে চালিয়ে মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। শরীরের অধিকাংশ অংশ পচে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি ।নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দূর্গম এলাকা থেকে লাশটি উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হচ্ছে ।সৈকত দাশ/এসএস/এমএস